• রবিবার, ১২ মে ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হেদায়াত পাওয়ার উপায়সমূহ ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক এপেক্স ক্লাবের ২৭তম পালাবদল অনুষ্ঠান কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ছিল ৭ প্লাটুন বিজিবি সদস্য কিশোরগঞ্জে সোহেল আওলাদ ও জুটন জয়ী কারচুপির অভিযোগ করে জয়ীকে শুভেচ্ছাও দিলেন “সন্দেহের তীর প্রতিবেশী জাহাবীর দিকে” ২৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুল ছাত্রী মেঘলার কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছে আবুল হোসেন লিটন ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত পাকুন্দিয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ, ভোট পুনঃগণনার দাবি রেনু’র জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি

বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৭ অক্টোবর উপনির্বাচন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী ৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৮ মে সাবেক টানা দু’বারের চেয়ারম্যান ছারওয়ার আলমের মৃত্যুজনিত কারণে এখানে উপনির্বাচন হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলমের স্বাক্ষরে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপনির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। এদিন বা এর আগে যে কোন দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা অথবা সহকারী নিটার্নিং কর্মর্তার দায়িত্বপ্রাপ্ত বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনায়নপত্র বাছাই হবে ১৪ সেপ্টেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। নির্বাচনে আপীল কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। কোন প্রার্থীর মনোনয়ন বাতিল বা গ্রহণের বিরুদ্ধে কেউ আপীল করতে চাইলে জেলা প্রশাসকের কাছে আপীল করবেন। ৬৬টি কেন্দ্রের সবগুলোতেই ব্যালটে ভোট গ্রহণ করা হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমানের ২ সেপ্টেম্বরের স্বাক্ষরে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ৭ অক্টোবর দেশের ১২টি জেলার ১২ উপজেলায় উপনির্বাচন হবে। এর মধ্যে কিশোরগঞ্জের বাজিতপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর, নেত্রকোনার খালিয়াজুড়ি, চাঁদপুরের শাহরাস্তি, যশোহর সদর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, বাগেরহাটের কচুয়া এবং ফেনী সদর উপজেলায় নির্বাচন হবে চেয়ারম্যান পদে। আর নেয়োখালীর হাতিয়া ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নির্বাচন হবে ভাইস-চেয়ারম্যান পদে। এছাড়া ভোলার তজুমদ্দিন উপজেলায় নির্বাচন হবে মহিলা ভইস-চেয়ারম্যান পদে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *